বান্দরবানে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছে। তাদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। গেল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শহরের নিকটবর্তী লালব্রীজের টিএন্ডটি পাড়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,শহরের নিকটবর্তী লালব্রীজের টিএন্ডটি পাড়ার মো: আব্দুল আজীজের বোন জান্নাতুল আক্তার (১৫) চেরাগ বাতিতে কেরোসিন ভেবে তারপিন ঢালে। এতে চেরাগের বাতির আগুনের ফুলকি হঠাৎ করে বড় হলে ভয়ে হাতে থাকা চেরাগ বাতি ও তারপিনের বোতল ছুড়ে মারে। এরপর একই রুমে থাকা মো: আব্দুল আজীজ (৩৫), তার বোন কামরুন নাহার (২৭), খদিজা (১৭) ও শ্যালিকা সানজিদা’র (১২) শরীরে এর ছিটকা লাগে। এতে তারা সঙ্গে সঙ্গে আগুনে দগ্ধ হন। এলাকার লোকজন তাদের চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়।
বান্দরবান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এস এম ইকবাল হোসেন জানান, আগুনে দগ্ধ খদিজার অবস্থা আশংকাজনক। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো। আগুরে দগ্ধ অন্যান্যদের অবস্থা আশংকামুক্ত।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিক উল্লাহ জানান, চেরাগের বাতি থেকে আগুনের সূত্রপাত। প্রাথমিক তদন্তে দগ্ধ হওয়ার পেছনে কারও হাত নেই জানা গেছে। আগুনে ঘর পুড়ে না গেলেও একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর