বিশ্ব মা দিবসে রাঙামাটিতে জেলা ছাত্রলীগের উদ্যোগে ব্যতিক্রমধর্মী আয়োজন

Published: 08 May 2016   Sunday   

তুমি জন্মেচ্ছো বলেই জন্মেছে এই ধরা, তুমি আমার মা আমার প্রিয় অপসরা- এ শ্লোগানে সোমবার রাঙামাটিতে জেলা ছাত্রলীগের  উদ্যোগে বয়স্ক পূর্ণবাসন কেন্দ্রে বৃদ্ধাশ্রমে দুপুরের খাবারের আয়োজন করেছে। 

 

জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বার সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। এসময় ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো.জামাল উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান মহসিন রোমান, জেলা ছাত্রলীগ যুগ্ন সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী,জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন টিপু,পৌরছাত্রলীগ সভাপতি আলা উদ্দিন,পৌরছাত্রলীগ সাধারণ সম্পাদক অপু সিং লেপচা,রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা,জেলা ছাত্রলীগ নেতা আরফান আলী,বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক তৈয়ব হোসেন মামুন,ছাত্রলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ি একরামূল হক সুজনসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

 

এসময় প্রধান অতিথি বৃদ্ধাশ্রম কেন্দ্র পরিদর্শনকালে বৃদ্ধাদের সাথে আলাপ আলোচনা করে তাদের সুখ দুঃখের কথা শুনেন এবং বৃদ্ধাশ্রমদের খোজখবর নেন।পরে বৃদ্ধাশ্রমদের জন্য ২টি সিলিং ফ্যান দেওয়ার জন্য প্রতিশ্রোতি দেন।

 

প্রধান অতিথির বক্তব্যে মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, বিশ্ব মা দিবসে বৃদ্ধাশ্রম ও পূর্ণবাসন কেন্দ্রের যে ১০জন বৃদ্ধাকে দুপুরের খাবার খাওয়ালেন সত্যি এটি একটি প্রসংশণীয় কাজ করেছে  জেলা ছাত্রলীগ।

 

রাঙামাটি বয়স্ক পূর্ণবাসন কেন্দ্রের প্রকল্প কর্মকর্তা খোকন কান্তি বড়–য়া জানান, এ পূর্নবাসন কেন্দ্রটি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ঢাকা জেলার ধনাট্য ও বিশিষ্ট শিল্পপতি খতিব আবদুল জাহিদ মুকুল। তিনি প্রতি মাসে ৮০ হাজার টাকা ব্যয় করে থাকেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত