আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক শাখার দ্বিতীয় সন্মেলন অনুষ্ঠিত

Published: 13 May 2016   Friday   

”আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতিসহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনে ঐক্যবদ্ধ হউন” শ্লোগানে  শুক্রবার রাঙামাটিতে  আদিবাসী ফোরাম পার্বত্যাঞ্চল শাখার দ্বিতীয় সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি শহরের কল্যাণপুরস্থ টংগ্যা মিলনায়তন কক্ষে আয়োজিত সন্মেলনে প্রধান অতিথি ছিলেন আদিবাসী ফোরাম’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা।আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম আঞলিক শাখা(ক-অঞ্চল) সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মাধবী লতা চাকমা।

 

সম্মেলনে সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক শাখা(ক-অঞ্চল)’র সাধরন সম্পাদক  ইন্টুমনি চাকমা ।  বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক শাখা(ক-অঞ্চল)’র সহ-সভাপতি  বিজয় কেতন চাকমা, তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক খাগড়াছড়ি প্রতিনিধি চাইথোয়াই মারমা, রাংগামাটির প্রতিনিধির শ সুরেশ কুমার চাকমা।

 

সন্মেলনে খাগড়াছড়ি,রাঙামাটি ও বান্দরবান  থেকে  আদিবাসী  ফোরামের নেতৃবৃন্দ অংশ নেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত