নানিয়ারচরে দুর্বৃত্তদের গুলিতে মকবুল চাকমা নামের এক ব্যক্তি গুলি বিদ্ধ

Published: 13 May 2016   Friday   

শুক্রবার সন্ধ্যার দিকে রাঙামাটির নানিয়ারচর উপজেলা সদরে দুর্বৃত্তদের গুলিতে মকবুল চাকমা(৪২) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তাকে অাশংকাজনক অবস্থায় রাঙামাাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে মকবুল চাকমা নানিয়ারচর উপজেলার সদরের উপজেলা বিশ্রামাগার পাশ দিয়ে বাজারে উদ্দেশ্য হেটে  যাচ্ছিলেন। এসময়  একদল দুর্বৃত্তরা পিছন দিক ডাক দেয়ার সাথে সাথে  পর পর চার রাউন্ড গুলি করে। এতে একটি গুলি তার পিটে লাগলে তিনি  মাটিতে  লুঠিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থা অবনতি হওয়াতে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  অাহত  মকবুল চাকমা জনসংহতি মিতির এমএন লারমা গ্রুপের সমির্থত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কথাবার্তা বলার জন্য বিশ্রাগার এলাকায় গিয়েছিলেন। মকবুলের বাড়ি নানিয়ারচর এলাকার বড়কুল পাড়া। তার পিতার নাম প্রসন্ন কুমার চাকমা।

 

আহত মকবুল চাকমা সম্প্রতি স্থানীয় রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপে যোগদান করেন। আসন্ন ইউপি নির্বাচনে জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের পক্ষ কাজ করায় এ ঘটনা ঘটতে পারে স্থানীয়রা ধারনা করছেন।


নানিয়ারচর থানার উপ-পরিদর্শক মোঃ শাহ জাহান সত্যতা নিশ্চিত করে জানান, আহত অবস্থায় মকবুল চাকমাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তিনি জানাতে পারেননি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত