সড়ক দুর্ঘটনায় ডাঃ নীহার নন্দী গুরুতর আহত

Published: 13 May 2016   Friday   

রাঙামাটি জেনারেল হাসপাতালে গাইনি বিশেজ্ঞ চিকিৎসক ডাঃ নীহার রঞ্জন নন্দী শুক্রবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


জানা যায়, শুক্রবার সকালের দিকে ডাঃ নীহার রঞ্জন নন্দী ব্যক্তিগত গাড়ীযোগে রাঙামাটি থেকে চট্টগ্রামে যাচ্ছিলেন। রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাউজানের ঢালার মূখের অটো ব্রিকফিল্ড এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে  আসা পাহাড়ীকা যাত্রী বাস(চট্টমেট্রো জ-১১-০১০৫) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়ে মুছড়ে যায়। পরে এলাকার লোকজন তাকে উদ্ধার করে রাউজানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থা অবনতি হওয়াতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর পর চালক ও হেলফার পালতক রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত