নিখোঁজ গৃহবধূ জোহরা বেগমকে উদ্ধারের দাবীতে রোববার রাঙামাটিতে সংবাদ সন্মেলন করেছে তার পরিবার। এসময় পরিবারের পক্ষ থেকে অপহৃত জোহরা বেগমকে দ্রুত জীবিত অবস্থায় উদ্ধারের দাবী জানিয়েছেন।
শহরের একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সন্মেলনে অপহৃত জোহরা বেগমের বড় ছেলে হেলাল উদ্দীন, মেজ ছেলে মোঃ সালাউদ্দিন , ছোট মেয়ে ফারজানা আক্তার নিহা, সরওয়ার আলম উপস্থিত ছিলেন।
সংবাদ সন্মেলনে বলা হয়, গেল ৩০ এপ্রিল শহরের তবলছড়ির বাড়ী থেকে বের হওয়ার পর গৃহবধু জোহরা বেগম নিখোঁজ হন। এরপর তার সন্ধান না পাওয়ায় প্রথমে জিডি করা হয়। এর দুদিন পর গত ২ এপ্রিল কতোয়ালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। এতে পুলিশ নাসিমা আক্তার নামে এক নারীকে গ্রেফতার করে দু’দফা রিমান্ডে নিলেও কোন আশানুরুপ তথ্য আদায় করতে পারেনি।
গ্রেফতারকৃত নাসিমা আক্তার অপহরনের সাথে জড়িত বলে সংবাদ সন্মেলনে দাবী করে বলা হয়, গ্রেফতারকৃতকে যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। এ ঘটনায় তদন্ত নিয়ে পুলিশের ধীরগতি ও গাফিলতি রয়েছে। সংবাদ সন্মেলনে দীর্ঘ ১৫ দিন পরও জোহরা বেগম অপহরনের পর তার পরিবার মানসিকভাবে ধ্বংস হতে বসেছে। অপহৃত গৃহবধকে সুস্থভাবে উদ্ধারের জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করা হেেছ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.