লামায় বসন্ত বড়ুয়ার হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

Published: 15 May 2016   Sunday   

রোববার লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নে বসন্ত বড়ুয়ার হত্যাকারীদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।


লামা উপজেল াবৌদ্ধ জনকল্যাণ সমিতির উদ্যোগে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন লামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহবুবুর রহমান, লামা পৌর আওয়ামীলীগের সভাপতি রফিক কমিশনার, সাধারণ সম্পাদক তাজুল ইলাম, কৃষকলীগ নেতা জাপান বড়য়া, প্রকৌশলী শিফু বড়ুয়া, প্রিয়দর্শী বড়ুয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি বিশ্বজিৎ বড়ুয়া প্রমুখ। মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারক লিপি প্রদান করা হয়।


মানব বন্ধনে বক্তারা বলেন, বান্দরবান পার্বত্য জেলা শান্তি ও সম্প্রীতির মাইল ফলক। বসন্ত বড়ু–য়াকে নির্মম ও নৃশংস ভাবে হত্যা করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। বক্তারা বসন্ত বড়ুয়ার হত্যাকারীদের অতিসত্বর গ্রেপ্তার করার জন্য প্রশাসনের কাছে দাবী জানান।


উল্লেখ্য যে, গত ৪ মে রূপসীপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঘাঝিরির মুখের উত্তর পার্শ্বে তামাক ক্ষেত হতে দরদরী বড়–য়া পাড়ার বসন্ত বড়ুয়ার জবাই করা লাশ উদ্ধার করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত