রোববার রাঙমাটি শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে এক ইউপি সদস্য প্রার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম হাবিবুর রহমান (৪৪)। তিনি ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে লংগদু উপজেলার ৬ নং মাইনী মূখ ইউপি ১নং ওয়ার্ড-এর বিএনপি’র মনোনিত প্রার্থী ছিলেন।
কাতয়ালী থানার উপ পুলিশ পরিদর্শক মো. ওমর ফারুক জানান, গত রোববার সন্ধ্যায় জেলার লগদু উপজেলার ভাইট্টা পাড়া মৃত খলিরুর রহমানের ছেলে হাবিবুর রহমান শহরের রিজার্ভ বাজার ১নং পাথর ঘাটা হাজি আমজাদ হোসেন নিকটতম আত্বীয়ের বাসায় উঠেন। আজ সোমবার সকালের দিকে হাবিবুর রহমানকে গলায় ঘামছা ফাস লাগানো অবস্থায় জানালার পাশে তার লাশ দেখতে পান পরিবারের লোকজন। পরে পুলিশকে খবর দিলে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হাবিবুর রহমানের স্ত্রী আফছাবা বেগম জানান, তার স্বামী আগামী ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে লংগদু উপজেলার ৬ নং মাইনী মূখ ইউপি ১নং ওয়ার্ড হতে বিএনপি মনোনিত প্রার্থী ছিলেন। তিনি আরও জানান,তাকে বেশ কয়েক দিন ধরে একটু হতাশাগ্রস্থ দেখা গেছে।
কোতয়ালী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত বলা যাবে। তবে মৃত হাবিবুর রহমানের পরিবার সূত্রে জানা গেছে তিনি বেশ কয়েক দিন ধরে উদাসিন মনোভাব ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.