জেলা প্রশাসক-সভাপতি, মোস্তফা কামাল কমিশনার, ইলিয়াছ আযম সম্পাদক

Published: 16 May 2016   Monday   

আগামী ২০১৬-২০১৯  বছরের জন্য রাঙামাটি জেলা স্কাউটস এর নতুন কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে রাঙামাটি  পার্বত্য জেলার জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন-কে সভাপতি (পদাধিকার বলে) রাঙামাটি শিশু নিকেতনের অধ্যক্ষ মোঃ মোস্তফা কামালকে কমিশনার (সুপারিশ কৃত),স্বর্র্ণটিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহম্মদ তালুকদারকে কোষাধ্যক্ষ (নির্বাচিত)  এবং ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইলিয়াছ আযম আশরফীকে সম্পাদক ও কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ হাবিবুল হককে  যুগ্ম-কোষাধ্যক্ষ করা হয়েছে।

 

 এছাড়া নতুন কার্য নির্বাহী কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত করা হয়। তারা হলেন পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুরিশ সুপার (সর্বিক) রাণী দযাময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক , মুজাদ্দেদ-ই-আল ফেসানী একাডেমীর প্রধান শিক্ষক নূরুল আমিন পাটোয়ারী এবং কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী মোশাররফ হোসেন।

 

গেল ১২ মে  অনুষ্ঠিত রাঙামাটি জেলা স্কাউটস এর ত্রৈ-বার্ষিক কাউন্সিল অধিবেশনে  সভাপতিত্ব করেন

জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি মোঃ সামসুল আরেফিন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  মনসুর আলী, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অ্ঞ্চলের কোষাধ্যক্ষ এ কে এম ফরুখ উদ্দিন , বাংলাদেশ স্কাউটস, রাঙামাটি জোনের  উপ-পরিচালক শামিমুল ইসলাম  সহ জেলা ও উপজেলা স্কাউটস এর কর্মকর্তা ও কাউন্সিলররা। কাউন্সিল অধিবেশনে জেলা স্কাউটস এর  সম্পাদক মোঃ মোস্তফা কামাল সম্পাদকীয় প্রতিবেদন উপস্থান করেন এবং আয-ব্যয় হিসাব উপস্থাপন করেন নজির আহমদ তালুকদার।

 

 কাউন্সিল অধিবেশন শেষে জেলা স্কাউটস ্এর সম্পাদক হিসাবে পর পর তিন মেয়াদে সফলতার সাথে সম্পাদকের দায়িত্ব পালন শেষে সম্পাদক হিসাবে জেলা স্কাউটস এর সকলের কাছ থেকে বিদায় নেন সম্পাদক মোঃ মোস্তফা কামাল। তিনি বিগত ২০০৬ সাল থেকে টানা ১০ বছর সম্পাদকের দায়িত্ব পালন করেন। এই সময় বিভিন্ন উপজেলা স্কাউটস এর পক্ষ থেকে তাকে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত