আগামী বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দের দাবিতে বুধবার রাঙামাটিতে মানববন্ধন ও অর্থমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে ইসলামী ছাত্র সেনা জেলা শাখা।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলার উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয়ের চত্বরের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রসেনার সাধারন সম্পাদক মোঃ তারেক আজিজ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা যুবসেনার আহবায়ক মোঃ আলমগীর। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রসেনার সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম শহীদুল্লাহ। জেলা ছাত্রসেনার সহ-সাধারন সম্পাদক মোঃ নঈম উদ্দিন বাবু’র পরিচালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা সভাপতি মোঃ আমির হোসেন,সাবেক সভাপতি আবদুল কালাম রুবেল, সদর উপজেলা সভাপতি শায়ের মোঃ সাইফুল ইসলাম, পৌর সভাপতি মোঃ সাইফুল উদ্দিন, রাঙামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাধারন সম্পাদক আবদুস সালাম, লংগদু উপজেলার সাবেক সভাপতি আবদুর রহমান প্রমুখ। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হলে দেশের শিক্ষার মান আরো উন্নত হবে। আর শিক্ষার মান উন্নত হলে দেশ মেধাবী ও যোগ্য নেতৃত্ব পাবে। যাতে করে দেশকে আরো এগিয়ে নেয়া যাবে।
বক্তারা স্কুল-কলেজের মত সকল মাদ্রাসা শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে জোর দিতে হবে। পাশাপাশি বিভাগ ভিত্তিক মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠারও দাবি জানান। একই সাথে বক্তারা দেশে জঙ্গিবাদ সৃষ্টিকারী কওমী মাদ্রাসা গুলোকে সরকারি নিয়ন্ত্রনে আনারও দাবি জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.