লামায় অস্ত্র ও গুলিসহ ১ যুবক আটক

Published: 19 May 2016   Thursday   

সেনা বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি দেশীয় পিস্তল ও ২রাউন্ড গুলিসহ মোঃ রবিউল ইসলাম(৩৩) নামে এক যুবককে আটক করেছে ।

 

বুধবার দিবাগত গভীর রাতে লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব শিলেরতুয়া নয়া পাড়াস্থ নিজ বাড়ি থেকে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়।

 

সূত্র জানায়, রুপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া রবিউল ইসলাম এর কাছে অস্ত্র ও গুলি রয়েছে   বলে  গোপণ সংবাদের খবর পেয়ে লামা সাব-জোন এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে বুধবার দিবাগত রাত ২টার দিকে পূর্ব শিলেরতুয়া এলাকায় অভিযান চালায়। এ সময় রবিউল ইসলাম এর বাড়ী থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। পরে আটককৃত রবিউলকে জিজ্ঞাসাবাদ শেষে লামা থানায় সোপর্দ করা হয়।  আটক রবিউল ইসলাম  পূর্ব শিলেরতুয়া নয়া পাড়ার বাসিন্দা মৃত মকবুল হোসেনের ছেলে।

 

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পিস্তল ও গুলিসহ রবিউল ইসলামকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, রবিউলকে আসামী করে অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত