শুক্রবার থেকে দুদিন ব্যাপী রাঙামাটিতে পিসিপি’র ২৭তম কেন্দ্রীয় সন্মেলন

Published: 19 May 2016   Thursday   
no

no

শুক্রবার থেকে দুদিন ব্যাপী রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) কেন্দ্রীয় ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে শহরে একটি র‌্যালী বের করা হয়।

 

পিসিপি সূত্রে জানা গেছে, শুক্রবার রাঙামাটির জিমনেশিয়াম প্রাঙ্গণে পিসিপির প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথম দিনে উদ্ধোধনী অনুষ্ঠানে উদ্ধোধক ও প্রধান অতিথি থাকবেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পিসিপি’র সভাপতি বাচ্চু চাকমা। অনুষ্ঠানে দ্বিতীয় দিনে শনিবার  প্রতিনিধি সন্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে। সন্মেলনে তিন পার্বত্য জেলা থেকে পিসিপি’র নেতৃবৃন্দ অংশ গ্রহন করবেন।

 

এদিকে, পিসিপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটি শহরে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি জিমনেশিয়াম প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু করে বনরুপা পেট্রোল পাম্প হয়ে আবারও জিমনেশিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত