বান্দরবানের লামায় গলায় ফাঁস লাগিয়ে হ্লানুচিং মার্মা (৪৫) নামের আদিবাসী গৃহবধূ আত্নহত্যা করেছে। মঙ্গলবার রাতে লামা পৌর এলাকার সাবেকবিলছড়ি গ্রামের মহামুনি বৌদ্ধ বিহার পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত হ্লানুচিং মার্মানী মহামুনি বৌদ্ধ বিহার পাড়ার সুইচিংপ্রু মার্মার স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, তিন বছর আগে হ্লানুচিং মার্মানীসহ তার দুই সন্তানকে রেখে স্বামী সুইচিংপ্রু মার্মা পালিয়ে যায়। তার পর থেকে সংসারের অভাব অনটনের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন হ্লানুচিং মার্মানী। এসব সহ্য করতে না পেরে এক পর্যায়ে মঙ্গলবার রাতে তিনি ঘরের আঁড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেন। পরে পাশের ঘরের লোকজন ঘরের ভেতর থাকা হ্লানুুচিং মার্মানীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.সিরাজুল ইসলাম জানান, গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূ হ্লানুচিং মার্মা নামের একজন আত্নহত্যা করেছেন বলে সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.