নারায়নগঞ্জে পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্চিত ও অপমানিত করার প্রতিবাদে রোববার খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন সনাতন সমাজ কল্যান পরিষদ।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শহরের শাপলা চত্বরের মানববন্ধনে সনাতন ধর্মাবলম্বীরা ছাড়াও শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেন।
সনাতন সমাজ কল্যান পরিষদের নেতা নির্মল কান্তি দাশের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পুজা উদযাপন পরিষদের সেক্রেটারি তরুন কুমার ভট্টাচায্য, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ওমর ফারুক, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, বাজার ব্যবসায়ি সমিতির সেক্রেটারি চন্দ্র শেখর দাশ, শিক্ষক নেতা সুজিত বরণ বড়ুয়া প্রমূখ।
কর্মসুচি থেকে অভিযুক্ত সংসদ সদস্য সেলিম ওসমানকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.