ঘূর্নিঝড় রোয়ানুর ঝড়ো বাতাসে গাছের ঢাল ভেঙ্গে রাঙামাটির লংগদু’তে তৈয়বুন্নেচ্ছো(৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যূ হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার গুলশাখালী ইউনিয়নের আহসানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গুলশাখালী ইউপির সংরক্ষিত মেম্বার মোছাম্মদ কুলসুমা বেগম সত্যতা নিশ্চিত করে জানান, ঘূর্নিঝড় রোয়ানুর ঝড়ো বাতাসের সময় তৈয়বুন্নেচ্ছা ওরফে শফি উল্লার মা উঠানে আম কুড়াতে যান। এসময় প্রচন্ড ঝড়ো হাওয়ায় কাঠাল গাছের ঢালের একটি অংশ বৃদ্ধার মাথায় ভেঙ্গে পড়ে। এতে তিান গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে, ঘূর্নিঝড় রোয়ানুর ঝড়ো বাতাসের কারণে গুলশাখালী ইউপির ব্যাপক গাছপালা ভেঙ্গে পড়েছে বলে জানা গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.