ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রশিণার্থী দলের সাথে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সাক্ষাত

Published: 24 May 2016   Tuesday   

মঙ্গলবার রাঙামাটিতে সফররত ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর ২০১৬ সালের কোর্সের ৩২জনের প্রশিক্ষণার্থী দলের সাথে জেলা  পরিষদ চেয়ারম্যানের সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। সফররত ৩২ সদস্যবিশিষ্ট দলের দল প্রধান ছিলেন লেঃ জেনারেল চৌধুরী হাসান সোরোয়ার্দী। 

 

রাঙামাটির পর্যটন কমপ্লেক্স এ সম্মেলন কক্ষে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদ  চেয়ারম্যান  বৃষকেতু চাকমা, এনডিসির পক্ষে ব্রিগেডিয়ার জাকারিয়া,  রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল হক পিএসসি, রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এনজিপি । এসময়  জেলা পরিষদের  মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা আবুল মনছুর চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।অনুষ্ঠান  শেষে জেলা পরিষদ চেয়ারম্যান ও এনডিসি কোর্স প্রধানগণকে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

 

উল্লেখ্য, সফররত ৩২ সদস্যবিশিষ্ট  মালেশিয়া, শ্রীলংকা, সৌদি আরব, পাকিস্তান, ভারত, নাইজেরিয়া, নেপাল, মায়ানমার এবং ব্রুনাই সেনাবাহিনীর কর্মকর্তরা ছিলেন।

 

পরিষদ চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বিশেষ আইন দ্বারা গঠিত। পার্বত্য শান্তি চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ধর্মীয় ও সমাজ সেবার মতো মৌলিক বিষয় ছাড়াও ৩০টি হস্তান্তরিত বিভাগ ও বিষয় নিয়ে মানুষের সামাজিক সেবা দিয়ে যাচ্ছে। মানুষের ভাগ্য উন্নয়নে ও সামাজিক কল্যাণকর কাজে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদসমূহ বিশেষ অবদান রেখে চলেছে।

 

তিনি  আরো বলেন, দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। জাতিসংঘ শান্তি মিশনে কাজ করে দেশের জন্য সুনাম বয়ে এনেছে তারা। এছাড়া দেশের দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্যার্থে কাজ করেছে এই সশস্ত্র বাহিনী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত