বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধা হরতাল ডেকেছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ

Published: 25 May 2016   Wednesday   

পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারে প্রধানমন্ত্রীর ঘোষনা ও ২০০১ সালের ভূমি আইন পূনঃবিবেচনার প্রতিবাদে বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধা হরতাল ডেকেছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। 

 

পার্বত্য নাগরিক পরিষদের অফিস সম্পাদক মোঃ খলিলুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারে প্রধানমন্ত্রীর ঘোষনা ও ২০০১ সালের ভূমি আইন পূনঃবিবেচনার প্রতিবাদে এবং ৮ দফা দাবীতে তিন পার্বত্য জেলা রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। হরতালের সময় সকল রোগীবাহী এম্বুলেন্স, ঔষধ সরবরাহ গাড়ি, এবং সকল খাবারে দোকান হরতালের আওতামুক্ত থাকবে।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাহাড়ে অপহরণ,মুক্তিপণ, খুন. ধর্ষন,রাহাজানি এবং টোকেন বানিজ্য যতদিন পর্ষন্ত পার্বত্য চট্টগ্রামে বন্ধ হবে না ততদিন পর্ষন্ত সেনা বাহিনী রাষ্ট্রের প্রয়োজনে থাকতে হবে। সেনা বাহিনীর অনুপস্থিতিতে তিন পার্বত্য জেলা বিভিন্ন দেশের বিচ্ছিন্নতাবাদীদের স্বর্গরাজ্যে ও নিরাপদ আস্তানায় পরিণত হবে। তাই সেনা ক্যাম্প প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল করতে হবে।

 

 

এদিকে বুধবার বিকালে পার্বত্য নাগরিক পরিষদের অফিস সম্পাদক মোঃ খলিলুর রহমানের মুঠোফানে যোগাযোগ করা হলে তিনি জানান, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারে প্রধানমন্ত্রীর ঘোষনা ও ২০০১ সালের ভূমি আইন পূনঃবিবেচনার প্রতিবাদে এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরাকে অপসারণ ৮ দফা দাবীতে এ হরতাল কর্মসূচি পালিত হবে। 


অপরদিকে, পার্বত্য গণশ্রমিক পরিষদের জেলা আহ্বায়ক মোঃ রাসেল ইসলাম সাগরের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য এলাকা থেকে সেনা বাহিনী প্রত্যাহার না করা ও পার্বত্য শান্তি চুক্তি নামক কালো চুক্তি অবিলম্বে বাতিল করার দাবীতে পার্বত্য নাগররিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় ঘোষিত আজ বৃহস্পতিবার সকাল-সন্ধার হরতালের সর্মথন জানিয়েছে পার্বত্য গণশ্রমিক পরিষদ। এ হরতালের সর্মথনে পার্বত্য গণশ্রমিক পরিষদ রাঙামাটির বনরূপাস্থ অস্থায়ী কার্যলয়ে এক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্বত্য গণশ্রমিক পরিষদের জেলা আহ্বায়ক মোঃ রাসেল ইসলাম সাগর। পার্বত্য গণশ্রমিক পরিষদের যুগ্ন আহ্বায়ক মোঃ রজব আলীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন পার্বত্য গণশ্রমিক পরিষদের সদস্য সচিব প্রদীপ দেব নাথ। বিশেষ অথিতি ছিলেন সংগঠনের পৌর শাখার আহবায়ক মোঃ আয়াতুল রহমান, সদস্য সচিব মোঃ রুবেল।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত