বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

Published: 26 May 2016   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ১৩ মাইলের দুইটিলা নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় তোফাজ্জল হোসেন (৩৬) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই আবুল কালাম এ ঘটনাকে হত্যাকান্ড বলে দাবী করেছেন।  তবে পুলিশের দাবী এটি হত্যাকান্ড নয়-দুটি মোটর মাইকেলের সামনা সামনি সংঘর্ষের কারণেই তোফাজ্জল হোসেনের মৃত্যূ হয়েছে। 

 

পুলিশ ও স্থাণীয়দের মতে,বৃহস্পতিবার ভোরের দিকে তোফাজ্জল হোসেন মোরটসাইকেলযোগে উপজেলার মারিশ্যা  থেকে আগের দিন সন্ধ্যায় মারিশ্যায়  গিয়ে তার ব্যবসার টাকা সংগ্রহ করে মারিশ্যা রেষ্ট হাউসে রাত্রি যাপন শেষে গতকাল ভোর সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ি জেলা শহরের দিকে যাচ্ছিলেন। এসময় তোফাজ্জল হোসেন মারিশ্যা-দীঘিনালা সড়কের ১৩ মাইলের দুইটিলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক  থেকে আসা অপর এক মোটর সাইকেলের আরোহীর সাথে মূখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তোফাজ্জল হোসেন  নিহত হন। মোটর সাইকেল চালক ঘটনার পর পর  পালিয়ে যায়।

 

এদিকে, নিহত তোফাজ্জলের লাশ খাগড়াছড়ি  আধুনিক হাসপাতালে  ময়নাতদন্তের শেষে তার আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বিকালে খাগড়াছড়িতে তার লাশের প্রথম জানাজা অনুষ্ঠান শেষে তার লাশ গ্রামের বাড়ী সীতাকুন্ড থানার উত্তর বগাচত্তর গ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

 

নিহত তোফাজ্জল হোসেনের বড় ভাই মোঃ আবুল কালাম স্থানীয় সাংবাদিকদের কাছে দাবী করেছেন, তার ভাইকে অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যা করেছে। নিহত তোফাজ্জলের খাগড়াছড়ি শহরের জননী নামের একটি কম্পিউটার দোকান রয়েছে। সে গত বুধবার বিকালে পাওনা টাকা সংগ্রহ করতে বাঘাইছড়ির মারিশ্যা গিয়েছিল। 

 

এদিকে, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক জানান, দুই মোটরসাইকেলের সংঘর্ষে তোফাজ্জল হোসেন মারা যায় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ দুর্ঘটনার সাথে সংশ্লিষ্ট অপর একটি  নাম্বার বিহীন মোটর সাইকেল( যা স্থাণীয়ভাবে টানা গাড়ী নামে পরিচিত) দীঘিনালা-মারিশ্যা সড়কের চার কিলোমিটার এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। তবে ওই মোটরসাইকেল চালক খোরশেদ(জর্জ) ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাকে খুঁজে পাওয়া গেলে ঘটনার আসল রহস্য জানা যাবে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

 

অপর একটি সূত্রে জানিয়েছে, নিহত তোফাজ্জল হোসেন এক সময়ে চট্টগ্রামের সীতাকুন্ড থানর ছাত্র শিবিরের সভাপতি ছিলেন।  তিনি খাগড়াছড়ি  শহরে আবুল খায়ের গ্রুপের প্রতিনিধি হিসেবে চাকুরী নেন এবং  পরবর্তীতে তিনি খাগড়াছড়ি শহরে জননী কম্পিউটার নামে একটি দোকান দেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত