পার্বত্য নাগররিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষরে ডাকে রাঙামাটিতে শান্তিপূর্ণ হরতাল পালিত

Published: 26 May 2016   Thursday   

পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা ক্যাম্প প্রত্যাহারে প্রধানমন্ত্রীর ঘোষনা ও ২০০১ সালের ভূমি আইন পূনঃবিবেচনার প্রতিবাদে পার্বত্য নাগররিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকে বৃহস্পতিবার রাঙামাটিতে শান্তিপূর্নভাবে সকাল-সন্ধ্যা হরতাল  পালিত হয়েছে।

 

হরতাল চলাকালে রাঙামাটি শহরের অভ্যন্তরীন ও দুরপাল্লা রুটে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শহরের অধিকাংশ  দোকাপাট বন্ধ রয়েছে। শহরের রিজার্ভ বাজার লঞ্চঘাট থেকে কোন যাত্রীবাহী লঞ্চ উপজেলা সদরের উদ্দেশ্য ছেড়ে যায়নি। হরতালকারীদের শহরের বনরুপাসহ কয়েকটি স্থানে পিকেটিং করতে দেখা গেছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন  ছিল। 

 

রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল রশিদ জানান,রাঙামাটিতে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণভাবে হরতাল পালিত  হয়েছে। কোথাও কোন প্রকার গন্ডগোলের খবর পাওয়া যায়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত