লামায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Published: 26 May 2016   Thursday   

লামার গভীর জঙ্গল থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

পুলিশ ও প্রত্যেক্ষদর্শী সূত্রে জানাগেছে, সোমবার সকালে স্ত্রীর সাথে ঝগড়া করে দাঁ হাতে নিজের বাগানে যান আমান উল্লাহ। সোমবার শেষে মঙ্গলবার রাতেও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খুঁজতে বনে যায়। অনেক খোঁজাখোজির পর গেল বুধবার গভীর জঙ্গলে গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন।  লামা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

 

ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন, নিহতের স্ত্রী ও পরিবারের সকলের অনুরোধে লাশটি দাফন করা হয়েছে। 

 

উল্লেখ্য, নিহত আমান উল্লাহ এর বড় ভাই আব্দুল্লাহ গত বছর বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন এবং তার বোন হাসান আরা তিন বছর আগে বিষপান করে মারা যায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত