সেনা ক্যাম্প প্রত্যাহারের প্রধানমন্ত্রীর ঘোষনার প্রতিবাদে এবং চাঁদাবাজী, সন্ত্রাসী, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন দাবীতে বৃহস্পতিবার খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাঈন উদ্দিন-এর স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, তিন পার্বত্য (খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান) জেলায় ধারাবাহিক কর্মসূচী হিসেবে সকাল-সন্ধ্যা খাগড়াছড়িতে শান্তিপূর্ণ ভাবে হরতাল কর্মসূচি পালিত হয়েছে।
প্রেস বার্তায় অবিলম্বে ঘোষিত দাবি বাস্তবায়ন জন্য যথাযর্থ প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করা না হলে আগামীতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও সকল বাঙ্গালী সংগঠনসহ সর্বস্তরের নির্যাতিত বাঙ্গালীদেরকে নিয়ে কঠোর আন্দোলনে গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.