কাপ্তাইয়ে জীপ উল্টে ১ জন নিহতের ঘটনাকে কেন্দ্র করে বিজিবি’র চেক পোষ্টে অগ্নিসংযোগ

Published: 26 May 2016   Thursday   

রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী ইউপি’র বড়খোলা বাজার এলাকায় বিজিবি’র চেকপোষ্ট দিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় জীপ(চাদের গাড়ী) উল্টে গিয়ে ১জন নিহত ও অপর ২ জন আহত হয়েছে। নিহতের নাম সাদ্দাম হোসেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটেছে।


এদিকে, নিহতের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা বিজিবি চেক পোষ্টে অগ্নিসংযোগ করে। এতে বিজিবি উত্তজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাকা গুলি করে। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের বড়খোলা বাজার এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ধংছড়ি বিজিবি’র ক্যাম্পের চেক পোষ্টের পাশ দিয়ে একটি কাঠ বোঝাই জীপ বাঙালহালিয়া থেকে চন্দ্রঘোনার উদ্দেশ্য যাচ্ছিল। এসময় চেক পোষ্টে কর্তব্যরত বিজিবি’র সদস্যরা জীপটি থামাতে চাইলে তা না থামিয়ে চালক দ্রুত গতিতে চলে যায়। এতে কিছু দূরে যাওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা  দেয়। এতে ঘটনাস্থলে সাদ্দাম হোসেন(৩৭) নামের একজন নিহত হয়।

 

এদিকে, এ ঘটনার খবর পেয়ে ৫  থেকে ৬শ বিক্ষুদ্ধ জনতা স্থানীয় বিজিবি ক্যাম্পে ঘেরাও করে। এক পর্যায়ে বিজিবি`র চেক পোষ্ট ও গোল ঘরে অগ্নিসংযোগ করে। এতে বিজিবি উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাকা গুলি করে। 


চন্দ্রঘোনা থানার এসআই মোহাম্মদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় সাদ্দাম হোসেন নামের একজন নিহত হয়েছে। তবে নিহত ব্যক্তি পথচারী বা চালক কিনা সঠিক তথ্য এখনো জানা যায়নি। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।


পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান জানান, একটি কাঠ বোঝাই জীপ স্থানীয় বিজিবি’র চেক পোষ্টে দিয়ে যাওয়ার সময় বিজিবি’র সদস্যরা থামাতে চাইলে দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তায় উল্টে গিয়ে ১ জন নিহত ও ২ জন অাহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিজিবি’র চেক পোষ্টে স্থানীয় লোকজন হামলা করেছে বলে শুনেছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত