বান্দরবানে যুব সমিতির হত্যার ঘটনায় জনসংহতি সমিতির প্রতিবাদ ও নিন্দা

Published: 01 Jun 2016   Wednesday   
no

no

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কিবুক পাড়া শাখার তথ্য ও প্রচার সম্পাদক সুনীল চাকমাকে ষড়যন্ত্রমুলক হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা  জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলা শাখা ।

 

বুধবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিব বান্দরবান জেলা শাখা সাধারণ সম্পাদক ক্যবা মং মারমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,  গেল ৩১ মে  বান্দরবানের কুহালং ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী উচপ্রু মারমার (মোরগ মার্কার) পক্ষে নির্বাচনী প্রচার কাজ শেষ করে বাড়ি ফিরে খাওয়া-দাওয়ার পর ঘুমাতে যান। এসময় কে বা কারা সুশীল চাকমাকে ডেকে ঘরের বাইরে নিয়ে যায়। অনেকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরও ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে গেলে বাড়ির পাশে সুশীল চাকমার মৃতদেহ তারা খুঁজে পান।

 

প্রেস বার্তায় দাবী করা হয়, এ হত্যাকা-কে ভিন্নখাতে প্রবাহিত করতেএবং তার মধ্য দিয়ে নির্বাচনী বৈতরনী পার হওয়ার হীন উদ্দেশ্যে আওয়ামীলীগের যোগসাজসে ষড়যন্ত্রমূলকভাবে যুব সমিতির তিনজন সদস্যসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। তাদের মধ্যে মেইগ্য মারমা নামে যুব সমিতির এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

 

প্রেস বার্তায় অচিরেই মেইগ্য মারমাকে বিনাশর্তে মুক্তির দাবি জানাচ্ছে এবং যুব সমিতির অপর সদস্যদের বিরুদ্ধে অভিযোগের পরিবর্তে ঘটনার সাথে জড়িত প্রকৃত ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত