স্ত্রীকে নির্যাতনের অভিযোগে রাঙামাটিতে সোনালী ব্যাংকের এক কর্মকর্তা আটক

Published: 02 Jun 2016   Thursday   

নির্যাতনের অভিযোগ এনে স্ত্রীর মামলা দায়ের ঘটনায় বুধবার সোনালী ব্যাংকের রাঙামাটি প্রিন্সিপাল অফিসের কর্মকর্তা উপল চাকমা (৩৫) কে গ্রেফতার করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ।

 

পুলিশ জানায়, গেল রোববার  উপল তার স্ত্রীকে ব্যাপক মারধর করে আহত করে শহরের কালিন্দীপুর বাসায় ফেলে রেখে যান। খবর পেয়ে স্থানীয়রা গেল মঙ্গলবার উপলের স্ত্রীকে বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরদিন এ ঘটনায় উপলের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় উপল চাকমা  এবং তার পিতা সাধন চাকমা ও মা আলপনা চাকমাকে আসামী করা হয়। বুধবার রাত সাড়ে দশ টায় রাঙামাটি জেলা পরিষদ সংলগ্ন ব্যাংকের ফটক থেকে উপল চাকমাকে আটক করে পুলিশ।

 

কোতয়ালী থানার ওসি মোঃ আব্দুল রশীদ জানান, উপল চাকমার বিরুদ্ধে তার স্ত্রী বুধবার সন্ধ্যায় কোতয়ালী থানায় নারী নির্যাতনের মামলা দায়ের করলে  ব্যাংক সংলগ্ন এলাকা থেকে পুলিশতাকে  গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ মামলায়  অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত