কাউখালীতে দুই সমর্থকে অপহরনের অভিযোগ করছে জনসংহতি সমিতি

Published: 03 Jun 2016   Friday   

রাঙামাটির কাউখালীর হারাঙ্গী রিফিউজি পাড়া থেকে জনসংহতি সমিতি (জেএসএস)’র দুই কর্মীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

 

গেল বৃহস্পতিবার ও শুক্রবার পর্যাক্রমে সুগত চাকমা (৪৫), নলিন্দু কুমার চাকমাকে (৬৫) অপহরণের অভিযোগ করেছেন জেএসএস কাউখালী উপজেলার শাখার সভাপতি সুভাষ চাকমা। তারা দু’জনই পিতা-পুত্র। জেএসএস এঘটনার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফকে দায়ী করলেও ইউপিডিএফ তা অস্বীকার করেছে।

 

কাউখালীর ঘাগড়া থেকে জেএসএস সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শান্তিমনি চাকমা অভিযোগ করেন, উপজেলার হারাঙ্গীপাড়া গ্রামের সুগত চাকমা (৪৫) আমার প্রতীক ঘোড়া মার্কার সমর্থনে কাজ করে আসছিল। ২ জুন দুপুর ২টায় ইউপিডিএফ’র শসস্ত্র সদস্যরা সুগত চাকমাকে তার বাড়ী থেকে অপহরণ করে নিয়ে যায়। একই অজুহাতে শুক্রবার (৩ জুন) সকাল ১০টায় তার বৃদ্ধ বাবা নলিন্দু কুমার চাকমাকে একই কায়দায় অপহরণ করে নিয়ে যায়।


জেএসএস কাউখালী উপজেলা শাখার সভাপতি সুভাষ চাকমা জানান, নির্বাচনের পূর্ব মূহুর্তে ইউপিডিএফ সাধারণ ভোটারদের মাঝে ভয়ভীতি সৃষ্টি করতে এমন ঘটনা ঘটিয়েছে।

 

অপরদিকে ইউপিডিএফ কাউখালী ইউনিটের সমন্বয়কারী রাহেল চাকমা দাবী করেন, তারা দুজনেই আমাদের কর্মী ছিল। তাদেরকে অপহরণ করা হয়নি। নির্বাচনে আমাদের পক্ষে কাজ করতে তারা দুজন স্বেচ্ছায় আমাদের সাথে যোগ দিয়েছেন। জেএসএস নির্বাচনের ফলাফল তাদের নিয়ন্ত্রণে নিতে এধরণের অপপ্রচার চালাচ্ছে।


কাউখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, এটি অপহরণ নয় অভিযুক্ত দুজন ইউপিডিএফ’র সাবেক কর্মী ছিল।অপহরনের বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোন পক্ষই অভিযোগ দেয়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত