নির্বাচনে চরম ব্যর্থতার দায়ে জুরাছড়িতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৪ নেতাকে বহিস্কার

Published: 05 Jun 2016   Sunday   

ইউপি নির্বাচনে চরম ব্যর্থতা এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রতীপক্ষ দলকে সহযোগীতার অভিযোগে রাঙামাটির জুরাছড়ি উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৪ নেতাকে বহিস্কার করা হয়েছে।

 

তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রমোথ কান্তি চাকমা, যুগ্ন-সম্পাদক অনিল কুমার কাব্বারী, কৃষক লীগের সভাপতি কেতন চাকমা, ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক নন্টু চাকমা।

 

রোববার রাঙামাটিতে জুরাছড়ি উপজেলার আওয়ামীলীগের আয়োজিত বর্ধিত সভায় বহিস্কারের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।


জানা গেছে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্মিত বিশ্রামাগারে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা। এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা,¡ রাঙামাটি আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য বন বিহারী চাকমা, কালা চান চাকমা, আওয়ামী লীগের সিনিয়র সভাপতি চারু বিকাশ চাকমা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাল বিহারী চাকমা, যুব লীগের সভাপতি সুমতি বিকাশ দেওয়ান, মহিলা আওয়ামী লীগের সভাপতি কল্পিতা চাকমা, সাধারণ সম্পাদক মিতা চাকমা, ছাত্র লীগের সভাপতি রিকো চাকমা, সহ-সভাপতি জ্ঞান মিত্র দেওয়ানসহ ইউনিয়ন কমিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি চারু বিকাশ চাকমা জানান, জানান, বহিস্কারকৃত ৪ নেতার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউপি নির্বাচনে প্রতীপক্ষ দলকে সহযোগীতা করা ও নির্বাচনে দলীয় প্রার্থীদের অসহযোগীতা মূলক আচারনের অভিযোগ প্রমাণিত তাদের দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বর্ধিত সভায়। একই সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবর্তক চাকমা নির্বাচনের চরম ব্যর্থতার দায় কাঁদে নিয়ে দলীয় পদ থেকে পদত্যাগ করার ঘোষনা দিয়েছেন বলেও তিনি জানান।


এদিকে বহিস্কারকৃত সাধারণ সম্পাদক প্রমোথ কান্তি চাকমা, কেতন চাকমা, নন্টু চাকমা মুঠো ফোনে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন, এ বিষয়ে তারা কিছইু জানেন না।

 

অপর বহিস্কারকৃত যুগ্ন-সম্পাদক অনিল কুমার কাব্বারী জানান, এ বিষয়ে দলীয়ভাবে তাকে কিছুই জানানো হয়নি। তবে ইউপি নির্বাচনে দুর্বৃত্তের মুঠোফোনে হুমকির কারণে দলীয় প্রার্থীকে সহযোগীতা দিতে পারিনি বলে তিনি দাবী করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত