প্রধানমন্ত্রী শেখ হািসনার বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রমের আওতায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সোমবার এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন ইউএনও তারিকুল আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা ও নুর নাহার বেগম।
বক্তব্য রাখেন যুব কর্মকর্তা হিলাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদুল হাসান, এসআই ফরিদ, ডা. এমিতি চাকমা, সমাজ সেবা কর্মকর্তা উর্বশী দেওয়ান, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, পল্লী উন্নয়ন কর্মকর্তা জলিরানী দাশ প্রমুখ।সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী তথ্য কর্মকর্তা মোঃ হারুন।
বক্তারা ব্রান্ডিং বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। সমাবেশে প্রায় শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.