ষষ্ঠ ধাপের নির্বাচনে প্রাণনাশের হুমকি দিয়ে আমাদের বিজয় ছিনিয়ে নিয়েছে-দীপংকর তালুকদার

Published: 07 Jun 2016   Tuesday   

জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার অভিযোগ করেছেন, ষষ্ঠ ধাপের নির্বাচনে রাঙামাটিতে সশস্ত্র সন্ত্রাসীরা সাধারণ ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে আমাদের বিজয় ছিনিয়ে নিয়েছে। তবে জোর করে বিজয় ছিনিয়ে নেওয়ার মধ্যে কোন আনন্দ নেই।


তিনি আরো বলেন,এই বিজয়ে জনগণের কোন প্রত্যক্ষ সমর্থন ছিল না। আমরা হারলেও এ বিজয় আমাদের হয়েছে। কারণ এ অঞ্চলের মানুষ আমাদের দল ও নেতার প্রতি আস্থা রেখে মনোনীত নৌকা মার্কা প্রার্থীকে মন থেকে ভোট দিয়েছেন।


মঙ্গলবার রাঙামাটিতে জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঐতিহাসিক ৬দফা দিবস উপলক্ষে এক আলোচনা সভার সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমীন,সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, সদস্য অমর কুমার দে, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী প্রমুখ।


দীপংকর তালুকদার তার বক্তব্যে আরো বলেন, ঐতিহাসিক ৬দফা বাঙালী জাতির মুক্তির সনদ। যে সনদে বাংলা ও বাঙালীর স্বাধীনতার মুক্তির ভবিষ্যৎ নিহীত ছিল। যে সনদ সৃষ্টি না হলে বাঙালী জাতির অধিকার আদায়ে কতটুকু সফল হতো সেটা বলা মুশকিল।


তিনি বলেন, এ ৬দফার মাধ্যমে সেই দিন বঙ্গবন্ধু রাষ্ট্রের ইতিহাসের কালজয়ী মহানায়কের আসনে বসে বাঙালী জাতিকে মুক্তি দিতে নিজেকে উজাড় করে দিয়েছিলেন। যার অক্লান্ত পরিশ্রমে বাংলা ও বাঙালী জাতি আজ স্বাধীন ।
--হিলবিডি২৪/সম্পাদনা/আর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত