দেশে চলমান গুপ্ত হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ ও মানবন্ধন

Published: 12 Jun 2016   Sunday   

পাবনার ঠাকুর অনুকূল চন্দ্র সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডেসহ দেশে সংঘটিত সকল গুপ্ত হত্যাকান্ডের প্রতিবাদে রোববার রাঙামাটিতে মানবন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন।

 

জেলা পূজা উদযাপন পরিষদ  ও সনাতন যুব পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে। রাঙামাটি  জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে রাঙামাটি হিন্দু সম্প্রদায়েরসহ নারী-পুরুষ অংশ  নেন।  মানববন্ধন চলাকালে জেলা পূজা উদযাপন পরিষদের পঞ্চানন ভট্টাচার্য্যর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন রাঙামাটি পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক দীলিপ বিশ্বাস, , শিক্ষক বাদল চন্দ্র  দে,সনাতন যুব পরিষদের শহর শাখার সাধারন সম্পাদক দেবাশী পালিত, নির্মল চক্রবর্তী প্রমুখ। মানববন্ধনের আগে রাঙামাটি পৌর চত্বর থেকে একটি বিক্ষোভ-মিছিল  বের হয়ে   নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।

 

বক্তারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষসহ নিরাপদ সাধারন মানুষের উপর চলামান গুপ্ত হত্যায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে  দেশের স্থিতিশীলতা বিনষ্টের উদ্বেগ প্রকাশ করেন।

 

বক্তারা গুপ্ত হত্যায় জড়িতদের খুঁজে  বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ব্যবস্থা করতে সরকারের কাছে দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত