বান্দরবানের জামছড়ি এলাকা থেকে গত সোমবার রাত সদর উপজেলার এক আ’লীগ নেতাকে অপহরণ করা করেে দুর্বৃত্তরা। কারা তাকে অপহরণ করেছে তা এখনো জানা যায়নি। এ অপহরণ ঘটনায় আ’লীগের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র গ্রুপের সদস্যরা তাকে অপহরণ করেছে। তবে পিসিজেএসএস অস্বীকার করেছে।
এদিকে, মঙ্গলবার রাতের মধ্যে অপহৃত আ’লীগ নেতাকে সুষ্ঠ শরীরে ফিরিয়ে না দিলে বুধবার থেকে লাগাতার সড়ক-নৌপথ অবরোধের ডাক দিয়েছে আ’লীগ।
জানা যায়, সোমবার রাতে জেলা শহর থেকে নিজ বাড়ি জামছড়িতে ফিরছিলেন সদর উপজেলা আ’লীগের যুগ্ন আহ্বায়ক মংপু মার্মা। তিনি রাজবিলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্যও ছিলেন। নিজ বাড়ি থেকে ২০-২৫ গজ দূরে বর্তমান ইউপি মহিলা সদস্য ক্রানু মার্মার বাড়ির সামনে থেকে তাকে অপহরণ করা হয়। অপহরণের সময় ১০-১২ জন অস্ত্রধারী দুর্বৃত্ত ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের কাছ থেকে কোনো মুক্তিপণ দাবি করেনি অপহরণকারীরা।
এদিকে, মঙ্গলবার সকালে আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতারা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে সমাবেশ থেকে অপহৃত আ’লীগ নেতাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে আ’লীগ নেতারা দাবি করেছেন। সমাবেশে নেতারা দাবি করেছেন, পিসিজেএসএসের সশস্ত্র গ্রুপের সদস্যরা তাকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করেছে। অপহরণের পিছনে পিসিজেএসএসের নেতারা জড়িত রয়েছে এমন দাবিও করেন।
মঙ্গলবার রাতের মধ্যে অপহৃত আ’লীগ নেতাকে সুষ্ঠ অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন আ’লীগ নেতারা। ফিরিয়ে দেওয়া না হলে বুধবার থেকে জেলার সাত উপজেলায় লাগাতার সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছেন আ’লীগ নেতারা। সমাবেশে উপস্থিত জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, ইউপি নির্বাচনে পরাজিত হওয়ার আক্রোশ থেকে এবং একনিষ্ঠ সংগঠক হওয়ার কারণে পিসিজেএসএসের নেতারা মিলে তাদের সশস্ত্র গ্রুপের সদস্যরা সদর উপজেলা আ’লীগ নেতাকে অপহরণ করেছে। সমাবেশে আরো উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা লক্ষীপদ দাশ, মো: জাহাঙ্গীর, কাজল দাশ প্রমুখ।
এদিকে, জেলা পিসিজেএসএস সভাপতি উ চ মং মার্মা জানান, পিসিজেএসএস গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। পিসিজেএসএস খুন, গুম, হত্যা, অপহরণ রাজনীতির সঙ্গে জড়িত নয়। আ’লীগের আভ্যন্তীরন সমস্যা থেকে কেউ তাকে অপহরণ করতে পারে।
সদর থানা ওসি মো: রফিক জানান, অস্ত্রের মুখে একদল দুর্বৃত্ত আ’লীগ নেতাকে অপহরণ করেছে। তাকে উদ্ধারে চেষ্টা চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.