লামায় ইভটিজিং-এর দায়ে এক কলেজ ছাত্রকে ৬ মাসের কারাদন্ড

Published: 14 Jun 2016   Tuesday   
no

no

বান্দরবান সরকারী মহিলা কলেজের এক ছাত্রীকে ইভটিজিং এর অভিযোগে মেহ্লা অং মার্মা(১৯) নামের  এক যুবকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন মোবাইল কোর্ট।  সোমবার এ আদেশ প্রদান করা হয়। 

 

জানা যায়, অভিযোক্ত যুবক মেহ্লা অং মার্মা(১৯) তার নিজের খেয়াল খুশিতে কলেজ  ছাত্রীকে  ভালবাসতে থাকে। এক সময় মেহ্লা অং মার্মা তার না বলা কথা জানানোর জন্য পাগল হয়ে পড়ে। এর ফাঁকে কোন এক দিন  কলেজ ছাত্রীকে তার ভালবাসার কথা জানিয় দেয় মেহ্লা অং মার্মা । কিন্তু  কলেজ ছাত্রীটি তা গ্রহন না করে তার প্রস্তাব ফিরিয়ে দেয়। এতে কলেজ ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধেও পিছু ধরে লামা মাতামুহুলী কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র মেহ্লা অং মার্মা । দীর্ঘ দিন ভালবাসার আবেদন নিয়ে ঘুরে কলেজ ছাত্রীকে রাজি করাতে না পেরে মেলাহ্লা অং মার্মা ক্ষিপ্ত হয়ে অন্য পথ বেচে নেয়। মেহ্লা অং মার্মা শেষ পর্যন্ত কলেজ ছাত্রীটির  ছবি নগ্ন ছবির সাথে কাটপিস করে তার নামে ফেইসবুকে ভূয়া আইডি খোলে।

 

উক্ত আইডি থেকে মেলাহ্লা অং মার্মা কলেজ ছাত্রীটির কাটপিচ করা কিছু উলঙ্গ ছবি পোষ্ট করে তার পরিবার ও তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে তুলে। নিরুপায় হয়ে ১৩ জুন মেয়ের বাবা লামা থানায় মামলা করলে একই দিন বিকেলে লামা থানার পুলিশ অভিযুক্ত যুবককে লামা মাতামুহুরী কলেজ থেকে আটক করে। একই দিন সোমবার লামা উপজেলা  নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে অভিযুক্তকে তোলা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সকল স্বাক্ষী প্রমানাদি দেখে আসামীর স্বীকারুক্তি মূলে আসামীকে ৬ মাস বিনাশ্রম কারাদন্ড দিয়ে বান্দরবান জেল হাজতে প্রেরণ করেন।

 

এ ব্যপারে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ বলেন, ইভটিজিং এর অভিযোগ প্রমাণ হওয়ায় মোবাইল কোর্ট আইনের ইভটিজিং প্রতিরোধ আইন ৫০৯ ধারায় আসামী মেহ্লা অং কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত