পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) আগামী ১৯, ২০ ও ২১ জুন অবরোধ প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে ঘোষণা দিয়েছে পার্বত্য গণ শ্রমিক পরিষদ।
বৃহস্পতিবার পার্বত্য গণশ্রমিক পরিষদের জেলা শাখার আহ্বায়ক মোঃ রাসেল ইসলাম সাগরের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কথা বলা হয়েছে।
প্রেস বার্তায় বলা হয়, বৃহস্পতিবার রাঙামাটিতে পার্বত্য গণশ্রমিক পরিষদের কাঠালতলীস্থ অস্থায়ী কার্যলায়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পার্বত্য গণশ্রমিক পরিষদের জেলা আহ্বায়ক মোঃ রাসেল ইসলাম সাগর। সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পার্বত্য গণশ্রমিক পরিষদের সদস্য সচিব প্রদীপ দেব নাথ। উপস্থিত ছিলেন সংগঠনের পৌর শাখার আহবায়ক মোঃ আয়াতুল রহমান, সদস্য সচিব জাহিদুল ইসলাম, যুগ্ন আহবায়ক নাজিম উদ্দিন, সালাউদ্দিন ও মোঃ ইসমাঈল, ৮নং ওয়ার্ডের সভাপতি মোঃ জামাল উদ্দিন, ৭নং ওয়ার্ড সভাপতি মোঃ কলিম উদ্দিন, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক- শফিকুল ইসলাম, সদস্য আবু কানন, মোঃ ইমন হোসেন, আরাফাত রহমান, জালাল সিকদারসহ পার্বত্য গণশ্রমিক পরিষদের জেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন পার্বত্য গণশ্রমিক পরিষদের যুগ্ন আহ্বায়ক মোঃ রজব আলী।
সভায় বক্তারা বলেন,পবিত্র মাহে রমজানে ডাকা সড়ক ও নৌপথে অবরোধ ডাকায় জনসাধারণের কাছে বির্তকে পড়েছে জেএসএস। অতীতের ধর্মীয় অনুষ্ঠানের সময়ে জাতীয় রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি শিথিল করেছিলেন। কিন্তু পবিত্র মাহে রমজানে সড়ক ও নৌপথ অবরোধ ডেকেছে জেএসএস। জেএসএসের এহেন হটকারিতা মূলক সিদ্ধান্তকে রাঙামাটিবাসী মেনে নেবেন না।
বক্তারা আগামী ১৯জুন হতে ২১ জুনের অবরোধ প্রত্যাহার করতে হবে। অন্যথায় পার্বত্য গণ শ্রমিক পরিষদ কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবে হুশিয়ারী উচ্চারণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.