শনিবার রাঙামাটি শহরের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে করেছে পুলিশ।
পুলিশ জানায়,শনিবার ভোরের দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ শহরের পাবলিক হেলথ এলাকা থেকে মো.ইসলাম মাঝির ছেলে সোহেল(২৩) ও পৌরসভা এলাকা থেকে আমিনুল হকের ছেলে মমিনুল ইসলাম ছোটন (২৫)কে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার কর হয়। আটক দুই ইয়াবা ব্যবসায়ী দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিল।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রশীদ জানান,রাঙামাটি শহরে পুলিশেররুটিন মাফিক ওয়াকিং মাদক দ্রব্য অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.