শ্রী শ্রী রক্ষা কালী মন্দির পরিচালনা কমিটির নির্বাচন

Published: 18 Jun 2016   Saturday   

রাঙামাটি তবলছড়িস্থ শ্রী শ্রী রক্ষা কালী মন্দির পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে প্রদীপ ঘোষ ও সাধারণ সম্পাদক পদে পংকজ মল্লিক নির্বাচিত হন। এছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় ১৫সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়।

 

শনিবার শ্রী শ্রী রক্ষা কালী মন্দির পরিচালনা কমিটির আহ্বায়ক রবীন্দ্র লাল দে-এর স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, এ কমিটির অন্যান্য পদে যারা নির্বাচিত হয় সহ-সভাপতি পদে শ্যামল মিত্র, সহ-সাধারণ পদে রতন কুমার দে, কোষাধ্যক্ষ খোকন কান্তি বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক উজ্জ্বল চৌধুরী, দপ্তর সম্পাদক বিপ্লব দাশ মাইকেল, সাংস্কৃতিক সম্পাদক আশীষ দে, দৈনন্দিন পূজা সম্পাদক চানু নন্দী ও সদস্য পদে অমিত শীল লাভলু, মিটু কুমার দে, বিজয় কুমার চন্দ্র, শেখর সেন, চাঁদ ত্রিপুরা এবং অজিত শীল।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত