বান্দরবানে ফের অনির্দিষ্টকালের জন্য সড়ক ও নৌপথ অবরোধের ঘোষনা দিয়েছে আওয়ামীলীগ

Published: 18 Jun 2016   Saturday   

অপহৃত আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বান্দরবানে রোববার থেকে ফের অনির্দিষ্টকালের জন্য সড়ক ও নৌপথ অবরোধের ঘোষনা দিয়েছে জেলা আ’লীগ। তবে এবার অবরোধের আওতায় থাকবে রোয়াংছড়ি, রুমা, থানচি উপজেলা, সদর উপজেলার কুহালং ও রাজবিলা ইউনিয়ন এবং রাঙামাটি-চন্দ্রঘোনা সড়ক।

 

শনিবার শনিবার জেলা আ’লীগের কার্যালয়ে এক সভায় এ ঘোষনা দেওয়া হয়। সভায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো: ইসলাম বেবী, যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সিনিয়র সহ-সভাপতি এ কে এম জাহাঙ্গীর প্রমুখ।

 

সভা সূত্রে জানা গেছে,এবার অবরোধে আওতায় থাকবে রয়েছে রায়াংছড়ি, রুমা, থানচি উপজেলা, সদর উপজেলার কুহালং ও রাজবিলা ইউনিয়ন এবং রাঙামাটি-চন্দ্রঘোনা সড়ক অনির্দিষ্টকাল অবরোধ রাখার ঘোষনা দেওয়া হয়। অবরোধে আওতার বাইরে রয়েছে জেলা শহর, চট্টগ্রাম-কক্সবাজার সড়কসহ লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি উপজেলা।

 

সভায় আ’লীগ নেতারা অভিযোগ করেছেন, আ’লীগ নেতা মংপু মার্মাকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) নেতারা ও তাদের সশস্ত্র গ্রুপের সদস্যরা মিলে অপহরণ করেছে। অপহৃত নেতাকে মুক্তি না দেওয়া পর্যন্ত আ’লীগের চলমান প্রক্রিয়া অব্যাহত থাকবে। তবে অপহরণের ঘটনার সঙ্গে পিসিজেএসএস কোনো ভাবেই জড়িত নয় বলে অস্বীকার করে আসছে পিসিজেএসএসের নেতারা।

 

এদিকে শনিবারও অপহৃত আ’লীগ নেতার মুক্তির দাবিতে ও দোষীদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে বান্দরবান শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছে আ’লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

উল্লেখ, গেল ১৩ জুন সদর উপজেলার জামছড়ি এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে সদর উপজেলা আ’লীগের আহ্বায়ক মংপু মার্মাকে অপহরণ করে দুর্বৃত্তরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত