ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগদের আইন শৃংখলা রক্ষায় “গ্রাম পুলিশের ভূমিকা” শীর্ষক দুদিনের প্রশিক্ষণ কর্মশালা রোববার সম্পন্ন হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়েজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রুমা উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ চাহেল তস্তরী। অনুষ্ঠানে বিশেষ ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক কামরুন নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোস্তফিজুর রহমান ও রুমা থানার পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজান প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিরা।
দুদিন ব্যাপী কর্মশালায় ইউনিয়ন পরিষদে দফারদার ও গ্রাম পুলিশ বাহিনীর আচরণ, শৃঙ্খলা, দায়িত্ব ও কর্তব্য বিষয়ের উপর আলোচনা ছাড়াও জন্ম-মৃত্যু নিবন্ধন স্যানিটেশন, যৌতুক ও বাল্যবিবাহ রোধ,গ্রাম আদালত কার্যক্রম পরিচালনায় গ্রাম পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রুমা উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ চাহেল তস্তরী বলেন, এলাকায় যাতে চুরি ও ডাকাতি না হয় সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে গ্রাম পুলিশকে । আইন শৃঙ্খলা ও রাষ্ট্র বিরোধী কোনো কার্যকলাপ হওয়ার মত আশঙ্কা দেয়ার সাথে সাথে উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
পাশাপাশি তিনি আরো বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালনের জন্য সবসময় গ্রাম পুলিশদের সতর্ক ও সজাগ থাকার আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.