রাঙামাটির কাপ্তাই উপজেলার ব্যাংছড়ি এলাকায় বন্য হাতির আক্রমণে সনাতন চাকমা ওরফে দুখু (৩৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
পুলিশ জানায় রোমবার রাতে রাঙামাটির কাপ্তাই উপজেলার ব্যাংছড়ি এলাকার পুরাতন মার্মা পাড়ার রাস্তা ধরে যাওয়ার সময় আমতলী এলাকায় পৌছলে হঠাৎ বন্য হাতির পাল আক্রমন চালায়। এসময় বন্য হাতির পালের সামনে পড়লে হাতির পায়ে পিষ্ঠ হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে এলাকার লোকজর খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে। দুখু চাকমার লাশ ময়না তদন্ত করার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
কাপ্তাই থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার ভোর রাতে রাঙামাটির কাপ্তাই উপজেলার ব্যাংছড়ি এলাকায়ে বন্য হাতির আক্রমে সনাতন চাকমা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.