রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

Published: 22 Jun 2016   Wednesday   

বুধবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জুন মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়।

 

রাঙামাটি পর্যটন কমপ্লেক্স সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পরিষদের সদস্য, পরিষদের কর্মকর্তা এবং হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 সভাপতির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে স্কুল, উপজেলা ও জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করার জন্য জেলা শিক্ষা কর্মকর্তাকে পরামর্শ  দেন।

 

তিনি বলেন, এ বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের যে ভাষাগত সমস্যা রয়েছে তা তারা অনেকটা কাটিয়ে উঠতে পারবে। তিনি  আরো বলেন, এ বিষয়ে জেলা পরিষদের সর্বাত্বক সহযোগিতা প্রদান করা হবে।

 

তিনি বলেন, এ পরিষদ জনগণের স্বার্থে সবসময় কাজ করে আসছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত