রাঙামাটিতে পর্যটন শিল্পের সুবিধা বৃদ্ধিতে জেলা পরিষদ ও এআই এন্ড এসোসিয়েটস’র মধ্যে চুক্তি

Published: 27 Jun 2016   Monday   

রাঙামাটিতে পর্যটন সুবিধা ও পর্যটকদের বিনোদন বৃদ্ধির লক্ষ্যে মহাপরিকল্পনা প্রণয়নের জন্য সোমবার  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও কনসালটিং ফার্ম এ আই এন্ড এসোসিয়েটস লিঃ এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

 

জেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠানে জেলা পরিষদের পক্ষে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এবং কনসালটিং ফার্ম এ আই এন্ড এসোসিয়েটস লিঃ এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।

 

এসময় জেলা পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, রেমলিয়ানা পাংখোয়া, নির্বাহী প্রকৌশলী কাজী আবদুস সামাদ, এ আই এন্ড এশোসিয়েটস লিঃ’র প্রকৌশলী মশিউর ইসলাম, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল ও সাংবাদিক ইয়াছিন রানা সোহেল উপস্থিত ছিলেন।

 

 পরিষদ চেয়ারম্যান বলেন, রাঙামাটির পর্যটন শিল্পের বিকাশে আগামী তিন বা চার বছরের জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়ন করা হবে। মহাপরিকল্পনায় এ জেলার পর্যটনের বিকাশে এবং পর্যটকদের আকৃষ্ট করার জন্য যা যা করার দরকার সবকিছু করা হবে। 

 

এ আই এন্ড এসোসিয়েটস লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ রেজাউল ইসলাম বলেন, তার প্রতিষ্ঠানের ঢাকার হাতির ঝিলের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। রাঙামাটি হচ্ছে তিন পার্বত্য জেলার মধ্যে সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয়। এখানে হ্রদের মাঝখানে ছোট ছোট যেসব দ্বীপ রয়েছে সে দ্বীপগুলোকে কাজে লাগানো যাবে।  এছাড়া পাহাড়, ঝর্না আর এখানকার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে সব বয়সী মানুষের জন্য নির্মল বিনোদনের ব্যবস্থা নেয়ার জন্য পরিকল্পনা নেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত