পার্বত্য চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে খাগড়াছড়িতে ৩দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু

Published: 28 Jun 2016   Tuesday   

পার্বত্য চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মানবাধিকার সুরক্ষা ও আইনী অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে ৩ ব্যাপী  প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে । ইউএনডিপি-সিএইচটিডিএফ‘র সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ও কাবিদাং এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

 

খাগড়াছড়ি জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক মোস্তফা সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুপ্রীম কোর্টে‘র আইনজীবী ব্যরিষ্টার মনিরুল ইসলাম খান, প্রজেক্ট কো-অডিনেটর ফয়সাল আহমেদ, সিরাজুল ইসলাম , ইউএনডিপি- সিএইচটিডিএফ‘র জেলা সমন্বয়ক প্রিয়তোষ চাকমা,  ও সাংবাদিক তরুন কুমার ভট্টাচার্য্য।

 

প্রশিক্ষণ কার্যক্রমে জন প্রতিনিধি, হেডম্যান-কার্বারী, সাংবাদিক ও মানবাধিকার কর্মীসহ ৩০ জন অংশ গ্রহণ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত