ধর্ষনসহ বিভিন্ন সহিংসতার শিকার অসহায় নারীদের সহযোগিতা দিতে সিএইচটিডিএফ-ইউএনডিপির সহায়তায় মঙ্গলবার রাঙামাটিতে বেসরকারীভাবে ভিকটিম সাপোর্ট প্রকল্পের উদ্ধোধন করা হয়েছে।
স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা হিমায়ান্টির বাস্তবায়নে গ্রীনহীল সন্মেলন কক্ষে প্রকল্পের(Providing innovative and sustainable rehabiliation and reintegration assistance to gender based violence victims in the Chittagong Hill Tracts) উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন। হিওয়াওয়ান্টির নির্বাহী পরিচালক টুকু তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার চিত্ত রঞ্জন পালন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক নজরুল ইসলাম, জেলা মহিলা কর্মকর্তা হোসনে আরা বেগম, সিএইচটিডিএফ-ইউএনডিপির কর্মকর্তা ঝুমা দেওয়ান, গ্রীনহীলের নির্বাহী কর্মকর্তা মংথোয়াই সিং মারমা ও প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে। অনুষ্ঠানে প্রকল্পের উপকারভোগীসহ মহিলা সংগঠন ও বেসরকারী উন্নয়ন সংস্থার কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বলা হয়, এ প্রকল্পের মাধ্যমে রাঙামাটি জেলায় ধর্ষনসহ সহিংসতার শিকার অসহায় নারীদের আইনগত সহায়তা ও নিয়মিত কাউন্সিলিং দেয়া ছাড়াও নিজেরা যাতে স্বালম্বী হতে পারে সেজন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.