মাটিরাঙ্গায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

Published: 29 Jun 2016   Wednesday   

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নে ৬নং ওয়ার্ডের মরা তাইপা ছড়া গ্রাম থেকে বুধবার দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, এনামুল হক (৪৩)  এবং তার স্ত্রী পারভীন আক্তার (৩৫)।এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

 

পুলিশ জানায়,  গেল মঙ্গলবার বিকেলে নিহত স্বামী স্ত্রী একসঙ্গে তাদের পুকুরে মাছ ধরতে যায়। এরপর তারা বাসায় ফেরেনি। বুধবার সকালে পুকুর পাড়ে এনামুল হক ও তার স্ত্রী পারভীন আক্তারের ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়।  পরে স্থানীয়রা পুলিশকে খবর  দেওয়ার পর ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে হত্যাকারীরা নিহতের কোন কিছুই নেয়নি। মোবাইল, মাছ ধরার সরঞ্জাম, দা, বালতি সবই পুকুর পাড়ে ছিল। ধারনা করা হচ্ছে জমি-জমা সংক্রান্ত বিরোধকে  জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে। 


মাটিরাঙ্গা থানার ওসি সাহাদাৎ হোসেন টিটু সত্যতা স্বীকার করে জানান,নিহত দু’জনকে কুপিয়ে লাশ ঘটনাস্থলে রেখে পালিয়ে যায় হত্যাকারীরা । ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আবু তালেব নামে একজনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত