রাঙামাটিতে জেলা মহিলা আওয়ামীলীগের মানববন্ধন

Published: 30 Jun 2016   Thursday   

রাঙামাটির বিলাইছড়িতে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার রাঙামাটি জেলা মহিলা আওয়ামীলীগ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।


জেলা প্রশাসন কার্যালয় চত্বরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন চণাকালে বক্তব্যে রাখেন বক্তব্য দেন তিন পার্বত্য জেলা সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সদস্য ফিরোজা বেগম চিনু। এসময় রাঙামাটি জেলা পরিষদের সদস্য জেবুনেছা রহিম, মহিলা পরিষদের সভাপতি কণিকা বড়ুয়া, নারী নেত্রী টুকু তালুকদার, নাজমা আক্তরা ও মমিতা দেওয়ান উপস্থিত ছিলেন।


বক্তারা অবিলম্বে বিলাইছড়ি উপজেলার স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণকারীদের দ্রুত আইনের আওতায় এতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


উল্লেখ্য, গেল ২৯ মে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় কতিপয় যুবকের ওই স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ। এ ঘটনায় বিলাইছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর পুলিশ সুনীতিময় চাকমা নামের একজনকে আটক করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত