লামায় পারিবারিক শত্রুতার জের ধরে চাচার দায়ের কোপে ভাতিজা আহত

Published: 12 Jul 2016   Tuesday   

লামায় পারিবারিক শত্রুতার জের ধরে প্রকাশ্যে চাচা ভাতিজাকে দা দিয়ে কুপিয়েছে। মঙ্গলবার বেলা ১টায় লামা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বেগুন ঝিরি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মোঃ আলীর দোকানের সামনে এই ঘটনা ঘটে। গুরুতর আহত কামরুল হাসানের(২৮) অবস্থা খুব আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

 

প্রত্যেক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল থেকে একটি দা হাতে নিয়ে লামা সদর ইউনিয়নের বেগুনঝিরি এলাকার রওশন আলীর ছেলে জোহর আলী(৩০) ইউনিয়ন পরিষদ সংলগ্ন মোঃ আলীর দোকানে অবস্থান করে। এলাকার লোকজন দা হাতে বসে থাকার কারণ জিজ্ঞাসা করলে হরিণ শিকার করতে যাবে বলে জানান। তিনি বেগুন ঝিরি এলাকার আলী আকবরের ছেলে। দীর্ঘদিন যাবৎ উভয় পরিবারের মধ্যে জায়গা জমির বিরোধ নিয়ে মামলা মোকাদ্দমা চলে আসছিল। চলমান রয়েছে অনেক মামলা।


দোকানদার মোঃ আলী বলেন, বেলা ১টার দিকে তার ভাতিজা কামরুল হাসান এই পথ দিয়ে আসলে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে কামরুল এর পরিবারের লোকজন এসে তাকে দ্রুত উদ্ধার করে লামা উপজেলা হাসপাতালে নিয়ে যান।


লামা হাসপাতালের সহকারী আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রায়হান জান্নাত বিলকিছ সুলতানা জানান, কামরুলের শরীরে ৬টি দায়ের কুপ রয়েছে। তার মাথায় দুপাশে, ঘাড়ে, পিঠে ও বাম হাতে কুপানো হয়েছে। বাম হাতটি শরীরের সাথে সামান্য লেগেছে। মাথা ও গলার কুপগুলো অনেক গভীর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত