ইউপিডিএফ নেতা মিঠুন চাকমাকে গ্রেফতারের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-মিছিল

Published: 12 Jul 2016   Tuesday   

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সংগঠক মিঠুন চাকমাকে গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে মঙ্গলবার খাগড়াছড়িতে বিক্ষোভ-মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন।

 

পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক রুপেশ চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, শহরের স্লুইচ গেটের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যে রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তপন চাকমা। এর আগে তিন সংগঠনের খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি বাজার থেকে শুরু হয়ে স্লুইচ গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে করা হয়।

 

সংক্ষিপ্ত বক্তব্যে তপন চাকমা বলেন, সোমবার দিবাগত রাতে পরিকল্পিতভাবে খাগড়াছড়ি জেলা এএসপি রইস উদ্দিনের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একদল পুলিশ পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরামের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ইউপিডিএফের একনিষ্ট সংগঠক মিঠুন চাকমাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। রাতের আঁধারে এ ধরনের আটকের ঘটনাকে সরকারের ফ্যাসিবাদী আক্রমণের বহিঃপ্রকাশ।

 

তিনি অবিলম্বে অগণতান্ত্রিক “১১ নির্দেশনা” বাতিল এবং মিঠুন চাকমাকে নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত