লামায় এক দোকান কর্মচারীর লাশ উদ্ধারঃআটক ১

Published: 16 Jul 2016   Saturday   

লামার দূর্গম লুলাইং এলাকা থেকে খোকন নাথ(৩৫) নামের এক দোকান কর্মচারী লাশ উদ্ধার করা হয়েছে। গেল শুক্রবার দিবাগত রাত ১১টায় সরই-লুলাইং সড়কের মেরাইত্তা ঝিরি নামক স্থানে তার লাশ পাওয়া যায়।

 

নিহত খোকন নাথ সরই বাজারের কালাম সওদাগরের দোকানে চাকুরী করত। এই ঘটনায় রাতে মিতু বিকাশ ত্রিপুরা নামে একজনকে আটক করা হয়েছে।  

 

দোকান মালিক কালাম সওদাগর জানান, লুলাই বাজারের বেশ কয়েকজন দোকানদার নিয়মিত তার দোকান থেকে মালামাল বাকিতে ক্রয় করত। প্রতি শুক্রবার হলে তার দোকানের কর্মচারী খোকন নাথ সেখানে গিয়ে বাকি টাকা নিয়ে আসত এবং বিকেল ৪টার মধ্যে ফিরে আসত। যথারীতি শুক্রবার বকেয়া টাকা নিতে গিয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও তার ফিরে আসতে দেরী হলে তাকে খোজাখুজি শুরু হয়। অনেক খোজাখুজির পরে রাত ১১টায় সরই-লুলাইং সড়কের মেরাইত্তা ঝিরি নামক স্থানে রাস্তার পাশে ঝোঁপঝাড়ের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা। তিনি পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার কলাউজান এলাকার বোট অফিস নামক গ্রামের সুধাংশু নাথ এর ছেলে। স্থানীয়রা প্রাথমিকভাবে ধারনা করছেন খোকন নাথকে তার গোপন অঙ্গ চেপে মারা হয়েছে।

 

খোকন নাথের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানার পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ইকবাল জানান, লামা থানার পুলিশ সেনাবাহিনী ও স্থানীয় নেতৃবৃন্দের সহায়তায় মৃতের লাশ উদ্ধার করেছে। নিহতের লাশ উদ্ধার করে শনিবার সকালে বান্দরবান জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মিতু বিকাশ ত্রিপুরা নামের একজনকে আটক করা হয়েছে। 

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত