রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা

Published: 18 Jul 2016   Monday   

সোমবার রাঙামাটি পার্বত্য পরিষদের জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পর্যটন কমপ্লেক্স সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন  জেলা পরিষদ  চেয়ারম্যান বৃৃষকেতু চাকমা। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায়  জেলা পরিষদের সদস্যা ও হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভাপতির বক্তব্যে  জেলা পরিষদ  চেয়ারম্যান বলেন, পার্বত্য শান্তি চুক্তির ফলে এ জেলার জনগণের কল্যাণ ও উন্নয়নের স্বার্থে পার্বত্য জেলা পরিষদ গঠিত হয়েছে। এর ফলে পার্বত্য জেলা পরিষদে গুরুত্বপূর্ণ এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলো হস্তান্তরিত হয়েছে মানুষের উন্নয়ন সাধনের জন্য। তিনি জেলা পরিষদ ও হস্তান্তরিত বিভাগের সকল কর্মকর্তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার আহবান জানান। 

 

সভায় সভায় স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ স্নেহ কান্তি চাকমা বলেন, গেল ১৬ জুলাই সারা দেশের ন্যায় রাঙামাটির ১০টি উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ৬মাস থেকে ৫বছরের সকল শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে । এছাড়া জুরাছড়ি, বিলাইছড়ি, কাউখালী ও বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো মেরামতের জন্য তিনি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।

 

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা বলেন, পূর্বাঞ্চলীয় সমন্বিত কৃষি প্রকল্প জুন ২০১৬তে সমাপ্ত হবে। প্রকল্পের আওতায় ১০উপজেলায় ২৭০টি প্রযুক্তি ভিত্তিক কৃষি প্রদর্শনী প্লট গড়ে তোলা হয়। এছাড়া জেলা পরিষদের অর্থায়নে স্ট্রবেরী, চা ও কফি চাষ প্রকল্প যথারীতি চলছে।

 

যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা জানান, বর্তমানে কম্পিউটারে ৪০জন, পোশাক তৈরিতে ৪০ এবং গবাদি পশু-হাঁস-মুরগী পালনের উপর বেকার যুবকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত