মৎস্য সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে সংবাদ সম্মেলন

Published: 19 Jul 2016   Tuesday   

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার কাপ্তাইয়ে সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।                         

জল আছে যেখানে মাছ চাষ সেখানে-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাই উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত  সংবাদ সম্মেলনে  উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক মৎস্য সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসুচী ঘোষনা করে মৎস্য চাষের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, সুব্রত বিকাশ তনচংগ্যা, ইউএনও তারিকুল আলম, উপজেলা আ’লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, মৎস্য ব্যবস্থাপক সামসুজ্জ্ামান, সহকারী তথ্য কর্মকর্তা মোঃ হারুন।

 

সংবাদ সন্মেলনে বলা হয়, কাপ্তাই হ্রদে এবার ২৫ মেঃ টন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গত অর্থ বছরে সাড়ে ১০ কোটি টাকা কাপ্তাই হ্রদের মাছ থেকে শুল্ক বাবদ আদায় হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত