মৎস্য সপ্তাহ উপলক্ষে রাঙামাটিতে সংবাদ সন্মেলন

Published: 19 Jul 2016   Tuesday   

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার রাঙামাটিতে সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়।

 

জেলা মৎস্য চাষ প্রশিক্ষন কেন্দ্রে আয়োজিত সংবাদ সন্মেলনে এসময়  জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, মৎস্য উন্নয়ন কর্পোরেশন রাঙামাটির উপ-ব্যবস্থাপক মাসুদুল আলম, জেলা মৎস্য অধিদপ্তরের নিসিয়র কর্মকর্তা মনিরুল আলম, মৎস্য গবেষনা উপ-কেন্দ্র রাঙামাটির উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা আবুল বাশার উপস্থিত ছিলেন। 

 

সংবাদ সন্মেলনে বলা হয়, পার্বত্যাঞ্চলে মৎস্য উৎপাদন, পাহাড়ী জনগনের পারিবারিক আয় ও পুষ্টির মান উন্নয়ন বাড়াতে কাপ্তাই হ্রদের পাশাপাশি  মৎস্য উন্নয়ন ও সম্প্রসারণ নামের একটি প্রকল্পের বাস্তবায়নের কাজ করছে সরকার। ৬৮কোটি টাকার ব্যয়ে ২০১২ সালের এ প্রকল্পের কাজ শুরু হয় এবং  শেষ হবে ২০১৭ সালে। বর্তমানে এ প্রকল্পের তৃতীয় পর্যায় কাজ চলছে।

 

এ সময় বিএফডিসির রাঙামাটি কাপ্তাই লেকের মৎস্য উৎপাদন ও বিপণন কেন্দ্রের উপ-ব্যবস্থাপক মাসুদুল আলম জানান, চলতি মৌসুমে মাছের সুষ্ঠু প্রজনন ও উৎপাদন বাড়াতে বর্তমানে কাপ্তাই লেকে মাছ শিকার ও আহরণ নিষিদ্ধ। বন্ধকালীন এ পর্যন্ত অবৈধভাবে মাছ শিকারের দায়ে বিপুল পরিমাণ মাছ, জাল, নৌকা জব্দসহ ভ্রাম্যমান আদালত ৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং ৭ জনকে আর্থিক জরিমানা করেছে।

 

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে বুধবার সকালে শোভাযাত্রা, পোনা অবমুক্তি, আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া মৎস্য সেক্টরে বর্তমান সরকারে অগ্রগতি নিয়ে আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, পুরস্কার বিতরণীসহ ২৫ জুলাই পর্যন্ত রয়েছে আরও নানা কর্মসূচি।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি), জেলা মৎস্য অফিস, বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট রাঙামাটি উপকেন্দ্র ও জেলা তথ্য অফিস যৌথভাবে এসব কর্মসূচি পালন করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত