রাঙামাটির আঞ্চলিক ১৯টি রুটে ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত

Published: 19 Jul 2016   Tuesday   

বুধবার  থেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা রাঙামাটির আঞ্চলিক ১৯টি রুটে ডাকা পরিবহন ধর্মঘট প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করেছে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতি।

 

মঙ্গলবার  চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি মো. মঈন উদ্দিন সেলিম ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুর রহমানের  যৌথ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কথা জানানো হয়েছে।

 

প্রেস বার্তায় বলা হয়, মঙ্গলবার জেলা প্রশাসক কক্ষে জেলা প্রশাসক মোঃ সামসুল আরিফিনের সভাপতিত্বে চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির কর্মকর্তাদের সাথে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির বিভিন্ন দাবী-দাওয়ার বিষয় নিয়ে যে সময় সীমা বেঁধে দেওয়া হয়েছিল তার দাবী-দাওয়ার বিষয়ে আগামী ৩ আগষ্ট জরুরী আরটিসি সভা আহবান করার পরিপ্রেক্ষিতে এবং জেলা প্রশাসকের অনুরোধে বুধবার থেকে  অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।  সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্তি জেলা ম্যাজেষ্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) এবং চট্টগ্রাম রাঙামাটি মোটর মালিক সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

 

চট্টগ্রাম-রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি মো. মঈন উদ্দিন সেলিম জানান, ৫ দাবি ঘোষনার প্রেক্ষিতে গত মঙ্গলবার সমিতির  নেতাদের নিয়ে সভায় বসেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। সভায় দাবির ব্যাপারে বিস্তারিত আলোচনার পর দাবিগুলো পূরণের আশ্বাস দিলে পূর্ব ঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে স্থগিত রাখা হয়েছে।

 

তিনি আরো জানান,এসব দাবি নিয়ে আবারও আগামী ৩ আগষ্ট সভা ডেকেছেন জেলা প্রশাসক। পরবর্তী ওই সভায় চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন  জেলা প্রশাসক। তবে অচিরেই এসব দাবি  পূরণ করা না হলে পূর্ব ঘোষিত কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবে।

 

উল্লেখ্য, ১৯ জুলাইয়ের মধ্যে রাঙামাটি রুটে বিআরটিসি পরিবহন সম্পূর্ণরুপে বন্ধ করা, পাহাড়িকা সার্ভিসের গাড়ি জনস্বার্থে চট্টগ্রাম শহরের নিউমার্কেট পর্যন্ত চলাচলের ব্যবস্থা নেয়া, রাঙামাটি হতে বড়উছড়ি-রাজস্থলী-বান্দরবান রুটে বন্ধ থাকা রাস্তা মেরামত করে নিরাপদ ও নির্বিঘ্নে গাড়ি চলাচলের ব্যবস্থা গ্রহণ, রাঙামাটি কেন্দ্রীয় বাস টার্মিনালের অবৈধ দখলদার উচ্ছেদ এবং শ্রমিক ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা এবং যত্রতত্র গাড়ি রিকুইজিশন বন্ধ করা- এই ৫ দফা দাবিতে এ অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত